বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরায় আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
সকালে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে উত্তরার বিভিন্ন সেক্টরের অলিগলিতে ঢুকে যান শ্রমিকরা। তারা গলির ভেতরেই বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের সময় শ্রমিকরা গলির ভেতর বিভিন্ন বাসা-বাড়ি লক্ষ্য করে ঢিলও ছোঁড়ে।
৪ নম্বর সেক্টরের ২০ রোডে সরেজমিনে গিয়ে দেখা যায়, মূল সড়কে পুলিশের ধাওয়া খেলে অলিতে গলিতে ঢুকে পড়েন শ্রমিকরা। এক পর্যায়ে নানা স্লোগান ও বাসা-বাড়িতে ঢিলও ছোঁড়েন তারা। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, একই দাবিতে রবি ও সোমবারও ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা।
বিডি প্রতিদিন/কালাম