শ্রমিক ধর্মঘটের কারণে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপো থেকে ছেড়ে যায়নি কোনো বাস।
১০ মাসের বকেয়া বেতন পরিশোধসহ নানাবিধ দাবিতে ডিপোর শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন। ফলে মঙ্গলবার সকালে ডিপোর কোনো চালক গাড়ি নিয়ে বের হননি।
ডিপোতে গিয়ে দেখা যায়, ডিপোর প্রধান ফটক আটকে ভেতর থেকে তালা ঝুলিয়ে দেন ডিপোতে কর্মরত চালক, মেকানিক ও কন্ডাকটরসহ অন্য বিভাগের শ্রমিকেরা।
একইসঙ্গে বেতন পরিশোধ ও দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত ডিপো থেকে কোনো বাস ছেড়ে যাবে না বলেও ঘোষণা দেওয়া হয়।
জোয়ার সাহারা ডিপো থেকে প্রতিদিন রাজধানীর বিভিন্ন রুটে প্রায় শতাধিক গাড়ি ছেড়ে যায়। গণপরিবহন হিসেবে যাত্রী পরিবহন ছাড়াও বিভিন্ন সরকারি ও স্বায়্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে গাড়ি নিয়ে বের হননি চালকেরা।
বিডি প্রতিদিন/কালাম