রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকারী পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পুলিশের দুই সদস্য ছাড়া বাকিরা সবাই পোশাকশ্রমিক বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে দক্ষিণখানের নিপা গার্মেন্টস-এর সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে পোশাকশ্রমিকরা নিপা গার্মেন্টস-এর সামনে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোঁড়ে। এ সময় উভয়পক্ষের ১২ জন আহত হয়।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        