দেশ বরেণ্য পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি মিলনায়তন (হল রূম/ কনফারেঞ্জ লাউঞ্জ) ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। মিলনায়তনসমূহের নামকরণ করা হয়েছে মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম ও তফাজ্জল হোসেন মানিক মিয়ার নামে। পাঠাগারটির নামকরণ হয়েছে কবি শামসুর রাহমান-এর নামে।
আজ জাতীয় প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব নামফলক উন্মোচন করেন। এ সময় প্রেস ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ সিনিয়র সম্পাদক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী ব্যবস্থাপনা কমিটি যৌথ সভার মাধ্যমে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। যৌথ সভার পর জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপিকে সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল