রাজধানীর বংশালে একটি লন্ড্রির দোকানের কর্মচারী ইউনুসের (১২) ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কর্মচারী সৌরভ হোসেনের (১৫) মৃত্যু হয়েছে। আজ দুপুর ১টার দিকে বংশালের সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিদ্দিক বাজারে অবস্থিত বড় বিল্ডিংয়ের পাশে মাহিন লন্ড্রির দোকানে ইউনুস ও সৌরভ কাজ করতো। দুপুরে খেলার ছলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ইউনুস ধারালো একটি অস্ত্র দিয়ে সৌরভকে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় সৌরভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সৌরভের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        