অনিয়ম ও আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কনজারভেন্সি ভান্ডার রক্ষক উজ্জ্বল কুমার সাহাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ২০০৯ সাল থেকে টানা দশ বছর কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি। একই সাথে তিনি জেলা শ্রমিক দলের আহবায়ক।
বুধবার কেসিসির সচিব মো. আজমল হক স্বাক্ষরিত অফিস আদেশ (নং ১৯-৪৪) উজ্জ্বল কুমার সাহা হাতে পেয়েছেন। এতে বলা হয়, কনজারভেন্সি ভান্ডার রক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় অনিয়ম ও আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে মাষ্টাররোল শ্রমিক উজ্জ্বল কুমার সাহাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হল। এর আগে গত নভেম্বর মাসে তাকে ভান্ডার রক্ষকের দায়িত্ব থেকে অন্য শাখায় বদলি করা হয়।
এদিকে কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহাকে অব্যাহতির ঘটনায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। এ বিষয়ে আদালতে রিট করার পাশাপাশি অব্যাহতিপত্র প্রত্যাহারে কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন কর্মচারীরা।
উজ্জ্বল কুমার সাহা বলেন, ‘রাজনৈতিক কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি কেসিসির মাষ্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আদালতে রিট করেছি। ওই মামলা ইউনিয়নের সভাপতি হিসেবে আমি পরিচালনা করি। আমাকে সরিয়ে দেওয়ার জন্যই কৌশলে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার