একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী হতে আগ্রহীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন