রাজধানীর ধানমণ্ডির দুইটি রেস্টুরেন্ট থেকে বিপুল পরিমাণ সীসা ও এ মাদক তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 'এইচটুও' এবং 'ওজন' নামের ওই দুই রেস্টুরেন্টে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আটক তিনজনই এইচটুও'র কর্মচারী। এ ঘটনায় প্রতিষ্ঠান এবং আটকৃকতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক 'সীসা' বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে তারা ওই দুই রেস্টুরেন্টে অভিযান চালায়।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্রান্ড ফিনালের প্রশ্নোত্তর পর্বকে ঘিরে 'এইচটুও' রেস্টুরেন্টটি খুব ভাইরাল হয়। সূত্র: সময় নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা