চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনকারী কর্মচারীরা এবার রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শকের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে উপ-কলেজ পরিদর্শক মঞ্জুর রহমান খান নগরীর রাজপাড়া থানায় সাতজনের নামে অভিযোগ করেছেন। এর আগে ওই আন্দোলনরত কর্মচারীরা সহকারী হিসাব অফিসার আমিনুল ইসলামকে লাঞ্ছিত করে। এ বিষয়ে তিনি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সকালে লক্ষ্মীপুরের কাঁচাবাজার এলাকায় মঞ্জুর রহমানসহ কয়েকজন কথা বলছিলেন। এ সময় শিক্ষাবোর্ডের আন্দোলনরত কর্মচারী শাহিন, মুকুল শেখ, আলমগীর, মোসাকের হোসেন জনি, ইব্রাহিম, আল মামুন ও কামরুজ্জামান কর্মকর্তা মঞ্জুর রহমানের উপরে হামলা চলায়। এ সময় তারা মঞ্জুর রহমানকে মারধর করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শিক্ষা বোর্ড কর্মকর্তার লিখিত অভিযোগটি তারা তদন্ত করে দেখছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ