জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি কখনোই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না। বরং সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা রেখেই সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী জাতীয় নির্বাচনের আগেই জাতীয় পার্টি আরও শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
আজ সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রাজশাহী মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে এসব কথা বলেন তিনি।
আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি শক্তিশালী দলে পরিণত হবার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করে জিএম কাদের বলেন, রাজনৈতিক সমিকরণে অনেক জনপ্রিয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নেতাই যোগ দেবেন জাতীয় পার্টিতে। অনেক দল নিশ্চিহ্ন হলেও জাতীয় পার্টি বেঁচে থাকবে সাধারণ মানুষের ভালোবাসায়।
এসময় রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা রহমান ডালিম, সহ-সভাপতি লুৎফর রহমান, নজরুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হকসহ রাজশাহী মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন/এনায়েত করিম