রাজধানীর ডেমরায় ফায়ার সার্ভিস অফিসের সামনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পরে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার দিবাগত রাতে ডেমরার ফায়ার সার্ভিস অফিসের সামনে থাকা একটি গ্যাস লাইন লিক হয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন