সারা দেশের মতো বরিশালেও একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১১৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৩০টি কলেজের ৬৪ হাজার ৯১৯জন পরীক্ষার্থী। সোমবার প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। এবার প্রশ্নপত্র ফাঁসের কোন গুজব-গুঞ্জন না থাকায় আশানুরূপ পরীক্ষা দেওয়ার প্রত্যাশা করেন শিক্ষার্থীরা। অভিভাবকরাও সন্তানদের ভালো পরীক্ষার ব্যাপারে আশাবাদী।
এদিকে সুষ্ঠু-সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থার পাশাপাশি প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ২৯ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮ ৯০জন। বরিশাল বোর্ডের অধীন ১১৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে বিজ্ঞান বিভাগের ১৪ হাজার ৫০৮ জন, মানবিকে ৩২ হাজার ৪৮৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী।
সোমবার সকাল ১০টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। হলে প্রবেশের আগে পরীক্ষার্থীরা এবার কোন প্রশ্নপত্র ফাঁসের গুজব না থাকায় সন্তুস্টি প্রকাশ করেছেন। এ কারণে এবার প্রত্যাশিত পরীক্ষা দেওয়ার আশা তাদের।
প্রশ্নপত্র ফাঁসের গুজব না থাকায় অভিভাবকরাও স্বস্তি প্রকাশ করেছেন। তবে বিদ্যুৎ চলে গেলে হলে বিকল্প আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে গতকাল পরীক্ষা শুরুর পরপরই সরকারী বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন করে সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। একই সাথে কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এবার সবচেয়ে বেশী পরীক্ষার্থী অংশ নিয়েছে বরিশাল জেলায় ২৩ হাজার ৪৬০ জন, ঝালকাঠিতে ৫ হাজার ১৪৫ জন, পিরোজপুরে ৮ হাজার ২৮৬ জন, পটুয়াখালীতে ১২ হাজার ৬১৭ জন, বরগুনায় ৬ হাজার ৫২৪ জন এবং ভোলায় পরীক্ষার্থী ৮ হাজার ৮৮৭ জন।
বিডি প্রতিদিন/ফারজানা