নারায়ণগঞ্জ শহরের একটি ময়লার ভাগাড় থেকে এক মেয়ে নবজাতকের দুই টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় জামতলা ডাক্তার গলি থেকে লাশটি উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে মেয়ে নবজাতকটিকে ময়লার ভাগাড়ে ফেলে গেছে। এটি কুকুর হয়তো বা কোন জীব জন্তু ছিড়ে খেয়েছে আর নয়তো গর্ভপাতের সময় নবজাতকটিকে ছিড়ে বের করেছে। পরে ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। নবজাতকটির মাথা ও কোমরের নিচের অংশ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/হিমেল