মজুরি কমিশন, গ্রাইচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে খুলনায় লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন পাটকল শ্রমিকরা। সোমবার সকালে নগরীর শিল্পাঞ্চল খালিশপুর, বিআইডিসি রোড ও দৌলতপুর এলাকায় এ মিছিল বের করা হয়।
একই দাবিতে আগামী ২, ৩ ও ৪ এপ্রিল দেশের সকল রাষ্ট্রায়ত্ত পাটকলে টানা ৭২ ঘন্টার ধর্মঘট ও সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এ কর্মসূচি আহ্বান করেছে। শ্রমিকরা জানান, বিগত ৪ বছর ধরে বিজেএমসি মজুরি কমিশনসহ শ্রমিকদের দাবি পূরণের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। এছাড়া বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ কারণে দাবি আদায়ে অবরোধ-ধর্মঘটের কর্মসূচি দেয়া হয়েছে।
পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, খুলনা অঞ্চলের পাটকলগুলোতে শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আর্থিক সঙ্কটে কাঁচাপাট কিনতে না পারায় পাটকলগুলোতে উৎপাদনে ধস নেমেছে। এর মধ্যে বিজেএমসি ২৮ মার্চের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু দাবি না মানায় বাধ্য হয়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিকরা।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৯/মাহবুব