একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয়ের পর বিএনপি মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের শহীদ পার্ক সংলগ্ন টাউন হল বাজারে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, ‘দেশে স্বাধীন গণমাধ্যম না থাকলে তাদের অস্তিত্ব টেরই পাওয়া যেত না। প্রতিদিন তারা মিডিয়ার মাধ্যমে নির্লজ্জ মিথ্যাচার করে নিজেদের অস্তিত্ব ধরে রাখছে।’
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলামুল হক এমপি এবং শেখ বজলুর রহমান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম