হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক মাহফুজউল্লাহ। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালে ধানমন্ডির গ্রীন রোডে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ মাহফুজউল্লাহকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। চিকিৎসকদের কাছে থেকে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানেন এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তিনি।
এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জহিরউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিন জটিল দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কাজী আসাদকে সংকটাপন্ন অবস্থায় হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক এই নেতাকে দেখতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দেখতে যান। তার পরিবারের সাথে তারা কথা বলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন