রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী সিটি করপোরেশনের বহুমুখী উন্নয়নে মেগা প্রকল্প তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি অনুমোদন হলে নতুন এক জায়গায় যাবে রাজশাহী।
বুধবার দুপুরে সিটি করপোরেশনের বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিভাগীয় সমন্বয় সভায় করপোরেশনের সব কার্যক্রম অনলাইনের (কম্পিউটার প্রোগ্রামিং) আওতায় নিয়ে আসা, ফিঙ্গার প্রিন্টারের মাধ্যমে প্রতিদিনের হাজিরা নিশ্চিতকরণ, সব কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র প্রদান, করপোরেশনের কর্মকর্তাদের জন্য কর্পোরেট মোবাইল সিম ব্যবহারের ব্যবস্থা, সিটিজেন চার্টার এবং প্রতিটি বিভাগের কর্মবন্টন প্রস্তুত, সরকারি শিক্ষা কার্যক্রমের আলোকে করপোরেশন কর্তৃক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম, কোর্ট চত্বর থেকে শহীদ মিনার হয়ে শাহ মখদুম মাজার পর্যন্ত প্রকল্প গ্রহণ, নগর ভবনের প্রতিটি তলায় সিসিটিভির নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা, নির্মাণাধীন বহুতল মার্কেটসমূহের নির্মাণ কাজ, শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় নির্মিতব্য অফিস ভবনের দ্বিতীয় তলায় রেস্ট হাউজ নির্মাণ।
এছাড়াও গরু জবাইয়ের ব্যাপারে স্লটার হাউজ নির্মাণে সাহেববাজার এলাকায় স্থান বহাল রেখে শাল বাগান ও নওদাপাড়া এলাকায় স্লটার হাউজ নির্মাণের উদ্যোগ গ্রহণ, ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে জনগণকে দ্রুত সেবা প্রদান নিশ্চিতকরণ, সরু চাকার রিকশা আগামী জুলাই থেকে নগরীতে চলাচল নিষিদ্ধকরণ, অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণকারী প্রতিষ্ঠান/কোচিং সেন্টার সমূহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন, রাজশাহী মহানগরীর সড়ক নেটওর্য়াক প্রকল্পসহ আরো কয়েকটি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
প্রধান প্রকৌশলী জানান, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক দুই হাজার ৭১৪ কোটি ৪২ টাকার প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্পটি চলতি মাসেই দাখিল করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু ও তাহেরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন