গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাধার মুখে পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন গণসংহতি আন্দোলনকর্মীরা। তবে এ ঘটনায় কোনো আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়নি।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করে গণসংহতি আন্দোলন।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় মিছিল। এসময় ব্যারিকেড উপেক্ষা করে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতা-কর্মীরা ব্যারিকেড স্থলে বসেই প্রতিবাদ জানাতে থাকে।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এই সরকার বিগত ১০ বছরে গ্যাসের ও বিদ্যুতের দাম উপর্যুপরি বাড়িয়ে চলেছে। বিদ্যুতের একটা বড় অংশ গ্যাস থেকে তৈরি হয়। তাই গ্যাসের মূল্যবৃদ্ধি মানেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি। এইভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতা ও লুটেরাদের স্বার্থে দেশের মানুষকে বিপদে ফেলার তৎপরতা জনগণ মেনে নেবে না।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন