টঙ্গীতে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় প্রতারক চক্রের আরো তিন সহযোগী পালিয়ে যায়। ঘটনার শিকার মো. শরীফ আহম্মেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার রাতে গাজীবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, মো. রোকনুজ্জামান সেলিম, মো. আব্দুর সাত্তার ও মো.সজিব মোল্লা।
মামলা সুত্রে জানা যায়, গত কয়েকদিন আগে একটি জাতীয় পত্রিকায় ‘সৌদি আরবে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। বিজ্ঞাপনে প্রতারক চক্রের মোবাইল নম্বরে মঙ্গলবার সকালে যোগাযোগ করেন আশুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের খাদেম মো. শরীফ আহম্মেদ।
এসময় প্রতারক চক্রের সদস্য বন্যা নামে এক নারী মোবাইল রিসিভ করে প্রথমে তাকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এসে নতুনবাজার গাজীবাড়ি সাঙ্গু গার্মেন্টসের পেছনে আলেয়ার বাড়ির নীচ তলায় যাওয়ার কথা বলে।
পরে শরীফ ওই নারীর কথা মতো তাদের অফিসে গেলে সেখানে তাকে আটক করে উপস্থিত নামধারী সাংবাদিক ও মানবাধিকার কর্মী রোকনুজ্জামান সেলিম, মো.সজিব মোল্লা, মো. সাত্তার, মো. ফারুক, মো. মহিউদ্দিন চিশতি ও সুমন আহম্মেদ মিলে ৫০ হাজার টাকা দাবি করেন।
দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তারা শরীফের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার স্ত্রী তানিয়া বেগমকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। স্বামীর মুক্তিপণ হিসেবে তাদের বিকাশ নম্বরে ১০ হাজার ৬শ টাকা দেন। এঘটনার বিষয়টি স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলবার রাতে শরীফ আহম্মেদকে উদ্ধারসহ ওই চক্রের তিনজনকে গ্রেফতার করেন। এসময় তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন