রাজধনাীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগার খবর পাওয়া গেছে। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, ট্রপিক্যাল টাওয়ারের তৃতীয়তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন