শিরোনাম
২১ এপ্রিল, ২০১৯ ০২:০৪

শাহজালালে ৩ ঘণ্টার ব্যবধানে ২৮ কেজি স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক

শাহজালালে ৩ ঘণ্টার ব্যবধানে ২৮ কেজি স্বর্ণ উদ্ধার

ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় দশ তোলা ওজনের ১২০ টি স্বর্ণবার (১৪ কেজি) উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার BS214 ফ্লাইটের টয়লেট থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়। তাছাড়া, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডাস্টবিনে চোরাচালানের উদ্দেশ্যে রাখা পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার (১৪ কেজি) উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দারা বিমানবন্দরের একটি ডাস্টবিন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। যার মোট ওজন ১৪ কেজি।

শনিবার উভয় ঘটনায় ২৮ কেজি স্বর্ণ উদ্ধারের ব্যাপারে চোরাচালানে জড়িতদের ধরতে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর