বিজিএমইএ ভবন থেকে মালামাল সরাতে ফের দুইদিন সময় দিয়েছে রাজউক। বুধবারের মধ্যে ওই ভবন থেকে সব জিনিসপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে। এ অবস্থায় ভবনটি থেকে দ্রুত মালামাল সরিয়ে নিচ্ছেন ভবনে থাকা বিভিন্ন অফিস-প্রতিষ্ঠানের মালিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস।
১৮ এপ্রিল বিজিএমইএ ভবনের তালা খুলে মালপত্র সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। সে সময়েও পুরোপুরি মালামাল সরিয়ে নিতে না পারায় ফের দুই দিন সময় দিল রাজউক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন