২৩ আগস্ট, ২০১৯ ২২:৪৮

হঠাৎ ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

অনলাইন ডেস্ক

হঠাৎ ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

ফাইল ছবি

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করেই দাম বেড়েছে পেঁয়াজের। কেজি প্রতি পেঁয়াজ ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। 

এদিকে দাম বেড়েছে চিনি ও সয়াবিন তেলের। সপ্তাহের ব্যবধানে পাঁচ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ৬৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা। তবে মাছ ও সবজির দাম কিছুটা কমেছে।

রাজধানীর নতুন বাজারের দোকানীরা জানিয়েছেন, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ অনেকটাই বেশি, তাই দামও কমতির দিকে। তবে বাড়তি কেবল করলা আর দেশি ও ভারতীয় পেঁয়াজের দর।

এদিকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গরুর মাংস সাড়ে পাঁচশ টাকা, খাসি সাড়ে সাতশ' টাকা দরে। চালের দাম আগের মতোই আছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর