বরিশালে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ চত্বরে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধন শেষে সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আবদুর রহিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়ান্ড অলিভার গুডা, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
বিডি প্রতিদিন/হিমেল