বরিশাল নগরীতে শাহজাহান মৃধা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শাজাহান মৃধা সদর উপজেলার চরআইচা গ্রামের মৃধা বাড়ির মৃত খালেক মৃধার ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, শাজাহান মৃধা গত বৃহস্পতিবার নগরীর রূপাতলীতে তার এক নিকটাত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। ওই বাড়ী থেকে রাতে বের হওয়ার থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, বৃদ্ধ শাহাজাহানের পায়ে সমস্যা ছিলো। হয়তো শাজাহান মৃধা ওই স্থান দিয়ে যাওয়ার সময় খালের পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তারপরও বিষয়টি অধিকতর খতিয়ে দেখতে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা