পৃথক অভিযানে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল