কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজারে সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পঁচা পিয়াজ দেখা গেছে। রবিবার রাতে কে বা কারা এগুলো সেতুর নিচে ফেলে যায়। সোমবার সেতুর ওপর দিয়ে যাওয়াও সময় সেতুর নিচে পিয়াজের বস্তা দেখে পথচারীদের মনে কৌতূহল জাগে।
কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো মুহূর্তে আলোচনার সৃষ্টি করে।
গৌরীপুর বাজারের ব্যবসায়ী জামাল হোসেন বলেন, পিয়াজের দাম বেড়ে যাওয়ায় যেখানে নিম্ন আয়ের মানুষ রান্নার জন্য পিয়াজ কিনতে পারছে না, সেখানে এক শ্রেণির ব্যবসায়ী পিয়াজ গুদামজাত করে পঁচিয়ে ফেলছে। পঁচিয়ে সেতুর নিচে ফেলে দেয়া মানে দেশের সম্পদের অপচয় করা, পাশাপাশি ভোক্তার অধিকার হরণ করা। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, গুদামজাত করে পিয়াজ পঁচানোর অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত