১৯ নভেম্বর, ২০১৯ ২১:৪০

বেশি দামে লবণ বিক্রি, কুমিল্লায় ৪০ মামলায় ৮ লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

বেশি দামে লবণ বিক্রি, কুমিল্লায় ৪০ মামলায় ৮ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় পর্যাপ্ত লবণ মজুদ আছে। লবণ নিয়ে গুজবে কান দিবেন না। যারা লবণ নিয়ে গুজব সৃষ্টি করছে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসনের এক জরুরি বৈঠকে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এ কথা বলেন। 

তিনি বলেন, কুমিল্লা জেলার ১৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা,১৬ জন সহকারী কর্মকর্তা (ভূমি) এবং ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলে পুরো জেলায় মোট ৪১ জনের টিম পুরো জেলায় অভিযান চালায়। এ সময় প্রায় ৪০টি মামলায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও চৌদ্দগ্রামে একজনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। সভায় সিদ্ধান্ত হয় যে লবণের বিষয়ে গুজব প্রতিরোধে জেলা তথ্য অফিস থেকে মাইকিং করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো:আব্দুল্লাহ্ আল মামুন বলেন, লবণ নিয়ে যেন কোন ব্যক্তি বা গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সক্রিয় অবস্থানে রয়েছে। এ পর্যন্ত পুলিশের অভিযানে ৮০ বস্তা লবণ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। 


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর