২০ নভেম্বর, ২০১৯ ১৩:৪১

'আমরা কোনো ধর্মঘট ডাকিনি, বাস চলতে দিচ্ছে না'

অনলাইন ডেস্ক

'আমরা কোনো ধর্মঘট ডাকিনি, বাস চলতে দিচ্ছে না'

সারা দেশে নয় দফা দাবিতে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তবে বুধবার সকাল থেকে ট্রাক-কাভার্ডভ্যানের পাশাপাশি বাসও চলছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা মিলছে না। হাতে গোনা যেসব বাস চলছে তাতেও ভাড়া বেশি। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ভ্যান ও পায়ে হেঁটে যাচ্ছেন গন্তব্যে।

সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দাবিতে এ ধর্মঘট চলছে। ধর্মঘটকারী পরিবহন শ্রমিকরা রাজধানীতে বাস থামিয়ে বাসের চাবি ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাবি কেড়ে নেওয়াসহ বিভিন্নভাবে বাস চলাচলে বাধা দেয়ায় রাজধানীতে বাসের সংখ্যা কমে গেছে।

এ বিষয়ে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে জানান, আমরা কোনো ধর্মঘট ডাকিনি। ট্রাক শ্রমিকরা রাস্তায় রাস্তায় পিকেটিং করছে, তারা বাস চলতে দিচ্ছে না।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, একটি চিহ্নিত কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী নিরীহ শ্রমিকদের মাঝে গুজব রটিয়ে ফায়দা হাসিল করতে চায়। এদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর