১৫ ডিসেম্বর, ২০১৯ ১৮:২২

'মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না করলে ৩০ লাখ শহীদের আত্মা অভিশাপ দিবে'

অনলাইন ডেস্ক

'মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না করলে ৩০ লাখ শহীদের আত্মা অভিশাপ দিবে'

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য ছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। অথচ গেল ৪৮ বছর এ লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি পরিচালিত হয়ে আসছে। মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না করা পর্যন্ত ৩০ লাখ শহীদের আত্মা আমাদের অভিশাপ দিতে থাকবে।

রবিবার সকালে রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

বেঙ্গল বলেন, মুক্তিযুদ্ধের কাঙ্খিত দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য। যে ঐক্য রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষেত্রে আসাম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করবে। যে ঐক্য হবে প্রতিটি মানুষকে মানবিক মর্যাদায় সুদৃঢ় করা। যে ঐক্য হবে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। সে লক্ষ্যে এলডিপি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজি, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর