মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকালে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
প্রথমে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাকের পার্টির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জাকের পার্টি এবং সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুন্সী আঃ লতিফ, কেন্দ্রীয় নেতা কায়সার হামিদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হুমায়ুন কবীর, ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ শামসু উদ্দিন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকালে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন