সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। বিএনপি বিভিন্নভাবে এ নির্বাচনে অপপ্রচার চালাবে। আমরা সবাই মাঠে থাকবো।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করবেন। আমাদের মনে রাখতে হবে, এটা আতিকুল ইসলামের নির্বাচন না। আমরা কাজ করছি আওয়ামী লীগের জন্য। আমরা কাজ করছি নৌকার জন্য। আমরা কাজ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমরা এক এবং অভিন্ন হয়ে কাজ করব।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফারুক খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও সাদেক খানসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        