স্কুলের আঙিনা জুড়ে পানি। পা ফেলার মতো অবস্থা নেই। এ অবস্থায় শ্রেণি কক্ষে প্রবেশ করতে শিশু শিক্ষার্থীরা স্কুলের বেঞ্চ দিয়ে তৈরি করে 'বেঞ্চ সেতু'। সেই 'বেঞ্চ সেতু' দিয়ে শিক্ষার্থীদের পারাপারের ছবি দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক 'বাংলাদেশ প্রতিদিন' পত্রিকায় প্রকাশিত হয়। এরপর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবি প্রকাশের পরেই সেই স্কুল ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাস্তাটির নির্মাণ কাজ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা বেগম, নাসিক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও স্কুলের সভাপতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২নং ওয়ার্ডে কাউন্সিলর কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, ফতুল্লার ৭২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ইসদাইর ও চাঁনমারী চলাচলের প্রধান সড়কে আরসিসি ঢালাই পাইপ ড্রেন ও সড়ক কাজ উদ্বোধন করা হয়েছে। এই সড়কটি দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতায় নিমজ্জিত।
সড়কটি মেরামতের দাবিতে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/হিমেল