পরিবেশ অধিদপ্তর কর্তৃক বিনা নোটিশে সরকার অনুমোদিত ইটভাটা ভাঙার প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন ইট ভাটার মালিকরা অভিযোগ করেন, সরকার বিনা নোটিশে অযৌক্তিকভাবে ইটভাটা ভেঙ্গে দিচ্ছে, এতে করে হাজার হাজার ইটভাটা শ্রমিক বেকার হয়ে পড়েছে। তাই সরকারকে অযৌক্তিক ইটভাটা আইন ২০১৯ বাতিল করতে হবে, বিনা নোটিশে ঝিকঝাক ইটভাটা ভাঙ্গা যাবে না এবং আত্মপক্ষ কথা বলার সময় দিতে হবে।
অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা বেগম বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার পার্শ্ববর্তী এলাকার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যাদের ভাটা পরিচালানার প্রয়োজনীয় কাগজপত্র নাই সেসব ভাটাও পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) রুবিনা ফেরদৌসী বলেন, যেহেতু আদালতের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে এখানে নোটিশের কোন প্রয়োজন নেই। এছাড়া যেসব ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দেয়ার পরও পুনরায় চালু করেছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
অন্যদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করায় আমিনবাজার এলাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।
বিডি প্রতিদিন/হিমেল