বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগে মিরপুর মডেল থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।
গতকাল রাতে ভুক্তভোগী ওই তরুণী রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলাটি করেন। মামলা হওয়ার পর অভিযুক্তকে আটক করেছে শেরেবাংলানগর থানা পুলিশ।
অভিযুক্ত আবদুর রকিব খান বাপ্পি মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে। ওই তরুণী সাংবাদিকদের জানান, অভিযুক্ত এসআইর সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। আড়াই বছর আগে এসআই হিসেবে যোগ দেন বাপ্পি। এর মধ্যে তিনি একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
তিনি বলেন, ‘আজ (গতকাল) সকালে আগারগাঁও এলাকার একটি বাসায় বাপ্পি আমাকে ডাকে। আমি সেখানে গেলে সে কিছু গোপন ভিডিও দেখায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে।’