হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম সোনার বারসহ বিমানের তিন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটককৃতরা হলেন মোঃ সুমন শিকদার (৩৪), মোঃ শাহিন হোসেন (২৭) ও মোঃ বেলাল আকন (২৮)।
আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটের সময় বিমানবন্দরের কনকোর্স হলে বিমানের পরিচ্ছন্নতাকর্মী সুমনকে জুতার তলায় লুক্কায়িত ২০টি সোনার বারসহ আটক করা হয়। এসময় তার সহযোগী বিমানের আরেক দুই পরিচ্ছন্নতাকর্মী শাহিন হোসেন ও বেলাল আকনকেও আটক করা হয়।
জানা যায়, শনিবার ১০টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৮। এই বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। বিমানবন্দরের ১নং বেতে বিমানটি যাত্রী নামানোর জন্যে ডকিং করার পর পরিচ্ছন্নকর্মীরা বিমানে আরোহণ করে।পরিচ্ছন্নতার কাজ শেষ হলে তারা নেমে আসে। এসময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে সে বাকবিতন্ডায় লিপ্ত হয়।
পরবর্তীতে সুমনসহ ৩ জনকে বিমানবন্দর আর্মড পুলিশের অফিসে এনে তল্লাশি করলে সুমনের দুই জুতার শুকতলায় ২০ পিস স্বর্ণবার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সুমন জানায়, কালাম নামের বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তাকে এই স্বর্ণবার হস্তান্তর করে। এই কাজে সে ২০ হাজার টাকা পেত বলে জানায়। আটক সোনার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপ্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        