প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে নিয়ে সারা দেশের মানুষ এখন ছি ছি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির (একাংশ) ৫ম জাতীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ইভিএম নিয়ে খুব চিৎকার করছে প্রধান নির্বাচন কমিশনার। যে জিনিস মানুষ নিজের হাতে করতে চায়, সেই জিনিস তারা মেশিন দিয়ে করাতে চাই। ইভিএম যখন ক্রয় করা হয়েছিল, তখন দেশের সকল গণমাধ্যমে বলা হয়েছিল ইভিএম এর ব্যাপারে বিশাল দুর্নীতি হয়েছে। এখন সেই দুর্নীতিকে জায়েজ করার জন্য, দুদককে থামানোর জন্য সিইসি এরকম করছে।
আলাল বলেন, বাংলাদেশকে বেলাইনে পরিচালনা করছে আওয়ামী লীগ। যেটার ব্রেক নাই, কোন হেডলাইট নাই। এই সরকার হচ্ছে-গরুর গাড়ির হেডলাইট। চলবে গরুর গাড়ির মতো করে এবং সেই গাড়িকে সাজাইয়া-গুজাইয়া একটি হেটলাইট লাগিয়ে রেখেছে। যেটা বেমানান সেটাই এসরকারের বেলায় হচ্ছে মানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        