জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকাস্থ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি’র সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মুসলিম মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ প্রমুখ।
সভায় আগামী ১০ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ পুলস্থ থানা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ১৭ মার্চ জন্মশত বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ ব্যাপক কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া থানা আওয়ামী লীগের পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিগুলো পালন করা হবে।
এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধসহ কর্মী সমর্থকদের অংশগ্রহণ করার জন্য থানা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        