সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতিবছরের ন্যায় এবারও পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩০ জনকে বিপিএম ও পিপিএম পদকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ বাহিনীতে কর্মরত ১১৮ জনকে বিপিএম ও পিপিএম পদক পড়িয়ে দেন তিনি। তাদের মধ্যে ডিএমপিতে কর্মরত ৩০ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সাহসিকতায় পদকপ্রাপ্ত ৭ জন হলেন- ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম নাজমুল হক, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মেজবাহ উদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবায় পদকপ্রাপ্ত ৯ জন হলেন- ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপ-পুলিশ কমিশনার জামিল হাসান, ডিবি দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজীব আল মাসুদ, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মিশুক চাকমা, সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহফুজা লিজা, সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নুর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী, সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ, ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সিটিটিসির উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ শীল, সিটিটিসির কনস্টেবল সালমান হাজারী।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সাহসিকতায় পদকপ্রাপ্ত ৫ জন হলেন- সিটিটিসির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী, সিটিটিসির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোলাইমান হোসেন, শ্যামপুর থানার এএসআই মাসুম বিল্লাহ ও সিটিটিসির নায়েক মোহাম্মদ রাসেল মিয়া।
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবায় পদকপ্রাপ্ত ৯ জন হলেন- ডিএমপির উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ ইফতেখার আহমেদ, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফুল ইসলাম, ডিবি পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম, ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান, ডিএমপির আরওআই কাইয়ুম শেখ ও ডিএমপির গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        