নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার রাম ঠাকুর মন্দিরে সিঁদুর পড়িয়ে স্বামী-স্ত্রী হিসাবে ৭ বছর সংসার করেন। এরপর সম্পর্কের অবনতি হওয়ায় সেই কথিত স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী।
সোমাবার (৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সজীব আহম্মদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ওই নারী। অভিযুক্ত সজীব নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রেললাইন কলাবাগান এলাকার রহমতউল্লাহ’র ছেলে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মামলার বরাত দিয়ে জানান, সজীব নামে এক যুবকের সঙ্গে সনাতন ধর্মের এক নারীর প্রেমের সম্পর্ক হয় ৭ বছর আগে। পরে তারা শহরের একটি মন্দিরে সিঁদুর পড়ে স্বামী-স্ত্রীর মতো সংসার করে। মামলার বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত ২ ডিসেম্বর বিবাহের নিবন্ধন করার কথা বললে সজীব অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যায়। পরিদর্শক আরো জানান, মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        