বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাউন্সিলর এবং নারী কাউন্সিলরদের (সংরক্ষিত আসন) মনোনয়ন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের নেতারা।
তাদের বাড়িঘরেও হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমাদের কাউন্সিলর প্রার্থীকে তারা তুলে নিয়ে যাচ্ছে। তারা নির্বাচন করবে না। তারা আবারও সিটি করপোরেশন দখলে নিতে চাচ্ছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে তাই স্বাধীনতার জন্য তারা কোনো জবাবদিহি করবে না।
তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য আমরা কৃষক শ্রমিক জনতা মিলে যুদ্ধ করেছিলাম। এনেছিলাম দেশের স্বাধীনতা। রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজকে আমরা কী দেখতে পাচ্ছি, আমাদের স্বাধীন দেশে আজ গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, এমনকি গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        