আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে ইনশাল্লাহ আমরাই জিতবো। সরকারের ক্ষমতায় আওয়ামী লীগ। দেশের জন্য আওয়ামী লীগ সরকারই কাজ করছে। বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে। আমরা ক্যান্ডিডেট ভালো দিয়েছি। বিএনপিকে ভোট দিয়ে লাভ কী?
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নাসিম আরও বলেন, ‘বিএনপিকে বলবো, আপনারা খেলার আগেই কেন সরে যাচ্ছেন। আমরা কোনও প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না।’ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলমসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        