বিশ্ব ব্যাংক গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এক প্রতিবেদনে জানিয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে রফতানি খাতে বৈচিত্র্য আনা প্রয়োজন বাংলাদেশের। এতে বিনিয়োগ সুবিধা বাড়বে, নতুন চাকরি সৃষ্টি হবে বিশেষ করে নারীদের জন্য।
গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে 'বিল্ডিং কমপিটিটিভ সেক্টরস ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন: অপরচুনিটিস অ্যান্ড পলিসি প্রায়োরিটিস ফর বাংলাদেশ' শীর্ষক আইএফসির ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
২০১৮-২০১৯ সালে বাংলাদেশের বার্ষিক জিডিপি বেড়েছে ৭.৩ থেকে ৭.৯। প্রতি বছর চাকরির বাজারে নতুন করে প্রবেশ করছে ২০ লাখ মানুষ।
তবে ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম ৫ মাসে রফতানি আয় ১৫.৭৭ বিলিয়ন মার্কিন ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২.৫৯ ভাগ কম।
আইএফসির গবেষণা বলছে, প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করলে রফতানিতে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারবে চামড়া, চামড়াজাত পণ্য, প্লাস্টিক এবং হালকা প্রকৌশল খাত।
বিডি প্রতিদিন/ফারজানা