ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন অদালত।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগপত্র দাখিল করার সময়ে ডিএনএ প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কুর্মিটোলায় ঢাবির ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাসে রওনা করে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামার পর ধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় ৬ জানুয়ারি সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।
এরপর এ মামলায় মজনুকে শেওড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে, তাকে রিমান্ডে পাঠানো হয়। আদালতে ধর্ষণের ঘটনা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মজনু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন