নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ হয়ে মায়ের মৃত্যুর পর এবার না ফেরার দেশে গেলেন ছেলে কিরণ মিয়াও। সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, সোমবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার ৫তলা একটি ভবনের নিচ তলায় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ হন।
এদের মধ্যে সোমবার বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরজাহান বেগম (৬০)। মধ্যরাতে মারা যান নূরজাহানের ছেলে কিরণ মিয়া। কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ ছাড়া দগ্ধদের মধ্যে আবুল হোসেন ও কাওছার নামে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দগ্ধরা হলেন- মো. হিরণ মিয়া, মুক্তা, আপন ও লিমা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব