২৩ ফেব্রুয়ারি, ২০২০ ২২:১২

গফরগাঁওয়ে জাল সনদে চাকরি, ৩ মাদরাসা শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

গফরগাঁওয়ে জাল সনদে চাকরি, ৩ মাদরাসা শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাল সনদের মাধ্যমে চাকরি করার অভিযোগে স্থানীয় যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 

তারা হলেন- ওই মাদরাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী মৌলভী আকরাম হোসেন ও জুনিয়র মৌলভী বদরুল আলম। 

রবিবার দুপুরে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মাদরাসাটিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

জানা যায়, মাদরাসার সাবেক দপ্তরী তফাজ্জল হোসেন বাদী হয়ে মাদরাসার সুপার মাওলানা মুখলেছুর রহমানসহ সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম, সহকারী মৌলভী আকরাম হোসেনের বিরুদ্ধে জাল সনদ ও জাল নিবন্ধনে মাদরাসায় চাকরি করার অভিযোগ আনেন। এরপর ময়মনসিংহ জেলা জজ আদালতে ২০১৮ সালের ১১ এপ্রিল দরখাস্ত করে তিনি। আদালত তা আমলে নিয়ে ২৯ এপ্রিল দুদককে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। দুদক ময়মনসিংহ জেলা কার্যালয় গত বছরের ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন আদালত বরাবর দাখিল করে। 

দুদকের প্রতিবেদনের ভিত্তিতে আদালত গত ১৫ জানুয়ারি যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার ওই চার শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর