২৫ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০৮

ফতুল্লায় নারী পোশাক শ্রমিককে শ্লীলতাহানীর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ফতুল্লায় নারী পোশাক শ্রমিককে শ্লীলতাহানীর অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি পোশাক কারখানার কর্মকর্তার (পিএম) বিরুদ্ধে নারী শ্রমিককে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানার নারী শ্রমিক থানায় অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২২ বছর বয়সী ওই নারী শ্রমিক কারখানার সুইং সেকশনে প্লেন মেশিনে অপারেটর হিসেবে কাজ করেন। সেখানে পিএম মো. মিলন মিয়া (৪২) প্রায় সময় তার অফিসে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় চাকরি হতে বহিস্কার করাসহ প্রাণনাশের ভয়ভীতি দেখায়। গত রবিবার বেলা সাড়ে ১১টায় ওই নারী শ্রমিককে অফিস কক্ষে ডেকে নেয় পিএম মিলন। এরপর গালে এলোপাথারী চর থাপ্পর দিয়ে জামা ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানী করে। তখন চিৎকার করলে অন্য শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই আশীষ জানান, অভিযোগটির তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানাব।

এ ঘটনায় পিএম মিলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এমএ শাহীন বলেন, অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে পুলিশ প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর