ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে দু’জনের মৃত্যু করানোভাইরাসে আক্রান্ত হয়ে নয়। পরীক্ষার রিপোর্টে তাদের নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার দুপুরে নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত দু’জনের রক্তের নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। পরীক্ষার রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা করানোভাইরাসে মারা যায়নি। হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে স্বাভাবিক নিয়মে মরদেহ দু'টি হস্তান্তর করা হয়েছে।
ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা যে দু’জনের মৃত্যু হয়েছে এরমধ্যে একজনের বয়স ৬৫ বছর। আরেকজনের ৩২। তারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এখানে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। মৃত দুইজন জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।
বিডি-প্রতিদিন/শফিক