আশুলিয়ায় অন্তত ১০টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেকেয়া বেতন-ভাতা দেই-দিচ্ছি বলে ঘুরাচ্ছে। এরমধ্যে আবার করোনা ভাইরাসের কারণে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে আমরা মানবেতর জীবনযাপন করছি। এখন আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে। তাই আন্দোলন করতে বাধ্য হচ্ছি।
শ্রমিক রোজিনা বেগম জানান, গত মাসে কয়েক দফায় তাদের বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু দেই-দিচ্ছি করে বেতন দেওয়া হয়নি। দীর্ঘদিন বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বাসার মালিক ও দোকানিরা পাওনা টাকার জন্য তাদের চাপ দিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান জানান, ১০টা পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
বিডি প্রতিদিন/হিমেল