ছেলের মোটরসাইকেল করে বাড়ি ফেরা হলো না মায়ের। ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায় মা রাশিদা (৪৫)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর নগরীর ঢাকা-রংপুর মহাসড়কের ট্রাক স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মজিবর রহমানের স্ত্রী রাশিদা বেগম ছেলে মিলুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ট্রাক স্ট্যান্ডের নিকট এলে মোটরসাইকেল থেকে পড়ে যায় রাশিদা বেগম। এ সময় পিছন দিকে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযে লাশ উদ্ধার করে।
কোতয়ালি থানার এসআই মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালককে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ